শোক দিবস উপলক্ষে ‘শোকাবহ আগস্ট’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন।
এইচ এ গোলন্দাজের কথায় গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ। এজি ইউটিউব চ্যানেলে ১৪ই জুলাই গানটি প্রকাশ হবে।
সংগীতশিল্পী সামিনা চৌধুরী জানান, গানটির কথা ও ভাবার্থ ভীষণ হৃদয়স্পর্শী হয়েছে। বঙ্গবন্ধুর জন্য নিবেদিত গানে কণ্ঠ দিতে পারাটা ভীষণ সৌভাগ্যের মনে করেন তিনি। গানটি নিয়ে সফলতার আশাবাদ ব্যক্ত করে সংগীতশিল্পী আগুন জানান, ‘গানটির সুর ও সংগীত আয়োজন খুবই সুন্দর হয়েছে।’
গানটির যাবতীয় টেকনিকাল কাজ সম্পন্ন করা হয়েছে ‘স্টুডিও রং’ থেকে। গানটির ভিডিওগ্রাফি, কালার ও এফএক্স এর কাজ সম্পন্ন করেছেন আল আমিন শান্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।