একের পর এক বাধার মুখে পড়ছে ‘পাঠান’। আরিয়ান-কাণ্ডের জেরে দীর্ঘ দিন স্থগিত ছিল ‘পাঠান’-এর শুটিং। কদিন আগেই মাত্র কাজে ফিরলেন শাহরুখ খান। এবার বাধ সাধলো ওমিক্রন। স্পেনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরণের শুটিং বন্ধ। তাই ছবির কাজ স্থগিত।

এতে আরও একবার পিছিয়ে গেল ছবির মুক্তি। পাঠান ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে স্পেনে। অক্টোবরেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেই শুটিং। কিন্তু আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে পড়ায় দীর্ঘ সময় কাজ করতে পারেননি শাহরুখ।

জানুয়ারিতে ‘পাঠান’-এর দুটি গান এবং বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করতে স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখ, দীপিকা পাড়ুকোন-সহ ছবির কলাকুশলীদের। তবে সেখানকার ওমিক্রন পরিস্থিতির কারণে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাদের। পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারির পরে বাকি অংশের কাজ শেষ করা হবে।