শুটিং শেষের পর পোস্ট প্রডাকশনের কাজ চলছে বিজয়ের ৫০ বছর উপলক্ষে নির্মিত ‘ওরা ৭ জন’ সিনেমা। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার। ১৯৭১ সালের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। সিনেমার শুটিং শুরু হয় সেপ্টেম্বরে।
মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে ঘটে যাওয়া কিছু ঘটনা পরিচালক সিনেমায় তুলে আনতে চেয়েছেন বলে সিলেটে হয়েছে দৃশ্যধারণ। সিনেমায় চিকিৎসকের চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। মমর চরিত্রের নাম অর্পণা সেন। ইমতিয়াজ বর্ষণ আছেন সোলাইমান কাজীর চরিত্রে।
সাব-ইন্সপেক্টর শাফির চরিত্রে সাইফ খান, পাকিস্তানি মেজর শাহরিয়ারের চরিত্রে হামিদুর রহমান, নাফিস আহমেদের চরিত্রের নাম সুমিত। জয়রাজকে দেখা যাবে চেয়ারম্যান আওয়ালের ভূমিকায়। শাহরিয়ার ফেরদৌস সজীব থাকছেন সার্জেন্ট মুক্তাদিরের ভূমিকায়। শিবা শানু অভিনয় করবেন ক্যাম্প কমান্ডার মেজর মোশাররফের চরিত্রে। তাসনিয়ার চরিত্রের নাম স্নিগ্ধা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।