জনপ্রিয় লেখক ইকবাল খন্দকার বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’ গ্রন্থনা ও উপস্থাপনা করছেন দীর্ঘ সময় ধরে। এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। তারই ধারাবাহিকতায় এবার অতিথি হয়ে এসেছেন ভিন্নমাত্রার সংগীতশিল্পী হায়দার হোসেন ও দিনাত জাহান মুন্নী। তারা কথা বলেছেন তাদের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প।
আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে ৭ আগস্ট বেলা ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, একটা সময় ছিল,
যখন আমরা গান বলতে কেবল শোনার উপযোগী গানকেই বুঝতাম। আর এখন গানের সঙ্গে যুক্ত হয়েছে চমৎকার সব ভিডিও। এই অনুষ্ঠানে সেই প্রথম থেকেই প্রচার হয়ে আসছে দৃষ্টিনন্দন সেসব ভিডিও। এই পর্বেও এর ব্যতিক্রম হবে না। তাই আশা করছি পর্বটি সবার কাছে উপভোগ্য হবে।