অভিনেতা, নির্মাতা ও নাট্যকার হিসাবে সমাদৃত তারিক আনাম খান। তবে অভিনয়েই বেশি দেখা যায় তাকে। কাজ করছেন একাধিক সিনেমা ও নাটকে। পরিকল্পনায়ও রয়েছে নতুন কাজ। এসব বিষয় নিয়েই আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি। * এখন কী নিয়ে ব্যস্ত আছেন? ** সব সময়ের মতো অভিনয় নিয়েই ব্যস্ত আমি।
বর্তমানে ‘আমাদের বাড়ি’ নামের একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করছি। কাজী রাহাতের পরিচালনায় সিরিজটি চলতি বছরেই প্রকাশ হবে অনলাইন প্ল্যাটফরমে। আরও কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সবকিছু মিলে গেলে সেগুলোতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে।
* টিভি নাটকে ইদানীং কম অভিনয় করছেন?
** সেভাবে পরিকল্পনা করে কম করছি না। আমি সব মাধ্যমেই সক্রিয়। তাই যখন যে কাজের প্রস্তাব আসে বেশি, সেদিকেই তখন ঝুঁকে পড়ি। অনেকদিন পর একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এটির নাম ‘গুলশান এভিনিউ’। পরিচালনা করছেন নিমা রহমান। নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। এতে অভিনয়ের পাশাপাশি কারিগরি দিকটিও তদারকি করছি।
* সিনেমায়ও তো এখন নিয়মিত অভিনয় করছেন। বর্তমান সময়ে এ মাধ্যমে অভিনয়ের ব্যস্ততা কেমন?
** বলা যায় আমি সিনেমাতেই বেশি অভিনয় করছি। এরই মধ্যে রনি ভৌমিকের পরিচালনায় ‘মৃধা বনাম মৃধা’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছি। এখন এটির ডাবিং করছি। এ ছাড়া ফজলুল কবির তুহিনের ‘গাঙকুমারী’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ সিনেমা দুটির শুটিংয়ের কাজও করব কিছুদিন পর।
* দীর্ঘ সময় পর বিজ্ঞাপন নির্মাণে ফিরেছেন। এখন কি নিয়মিত কাজ করবেন?
** এক সময় তো বিজ্ঞাপন নির্মাণে বেশি ব্যস্ত থাকতাম। তবে করোনাভাইরাসসহ অন্যান্য কাজের ব্যস্ততার কারণে বিজ্ঞাপন নির্মাণের দিকে ঝোঁক কমে গেছে। তবে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে হয়তো আবার বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত হব।
* করোনাকাল শুরুর পর থেকে মঞ্চ নাটকে আপনাকে আর দেখা যায়নি। কবে ফিরবেন?
** করোনা আসার পর তো মঞ্চাঙ্গনের কাজই বন্ধ ছিল দীর্ঘ সময়। তাই ইচ্ছা থাকলেও অভিনয় করার সুযোগ ছিল না। তবে অভিনয়ে না ফিরলেও মঞ্চের জন্য নাটক লিখেছি। এটির নাম ‘সুখ’। নির্দেশনা দিচ্ছেন ইউসুফ হাসান অর্ক। অক্টোবরের শেষ দিকেই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।