আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’ নিয়ে চলছে সমালোচনার ঝড়। অনেক বিতর্কের পর অবশেষে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে নাটকটি।
নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়ে অভিযোগ উঠায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।
রুবেল হাসানের পরিচালনায় ‘ঘটনা সত্য’ শিরোনামের নাটকে গাড়ির ড্রাইভার আর গৃহপরিচারিকার চরিত্রে দেখা গেছে নিশো- মেহজাবীনকে। নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনা শুরু হয়। সেখানে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু পাপের ফল।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপেও সমালোচনা হচ্ছে। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ জগতের অনেকেও নাটকটির সমালোচনা করছেন এবং সংশ্লিষ্টদের বোধ-বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন।
এবার ‘ঘটনা সত্য’ নাটক ইস্যুতে ক্ষমা চাইলেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। যদিও তিনি এই নাটকের সংশ্লিষ্ট কেউ নন। তবে শিল্পী হওয়ার দায়বদ্ধতা থেকে তিনি বিশেষ শিশু ও তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
শাওন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশ মিডিয়া জগতের একজন অভিনয়শিল্পী, পরিচালক এবং প্রযোজক হিসেবে সম্প্রতি প্রচারিত সিএমভি প্রযোজিত এবং নগদ নিবেদিত, রুবেল হাসান পরিচালিত ‘ঘটনা সত্য’ নামক অসংবেদনশীল নাটকটির জন্য আমার পরিচিত-অপরিচিত সকল বিশেষ শিশুদের কাছে এবং তাদের মা-বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি।”
আক্ষেপ প্রকাশ করে শাওন আরও লিখেছেন, “শিল্পী হওয়া তো দূরের কথা, ভিউ আর ফলোয়ারের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমরা বোধহয় মানুষ-ই হতে পারলাম না!”
প্রসঙ্গত, ‘ঘটনা সত্য’ নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন মঈনুল সানু। এটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে। পরবর্তীতে নাটকটি আপলোড করা হয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।