আপনি বিশ্বাস করবেন নাকি হেসে উড়িয়ে দেবেন তা আপনিই ঠিক করুন। কিন্তু অভিনেত্রী Alaya F-এর ভূত দেখার কথা গল্প নয়, সত্যি। কী হয়েছিল নায়িকার সঙ্গে? জেনে নিন…
ভূতের সঙ্গে সহবাস করতেন আলায়া! বিশ্বাস করা, না করা সবটাই আপনার হাতে। কিন্তু কী জানেন তো, আমার আপনার বিশ্বাসের বাইরেও এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে, যা হয়তো যুক্তি-তর্কের বাইরে। অভিনেত্রী Alaya F-র দাবি শুনলে অনেকেই হয়তো হেসে উড়িয়ে দেবেন, কিন্তু নায়িকা সেই সবে বিশেষ পাত্তা দিতে নারাজ।
বরং সবার সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর সেই আউট অফ দ্য ওয়ার্ল্ড অভিজ্ঞতা। সম্প্রতি একটি সাক্ষাত্কারে নায়িকা জানালেন, নিউ ইয়র্কে থাকাকালীন একদিন এক হাড় হিম করা অভিজ্ঞতা হয়েছিল তাঁর।
‘আমি তখন পড়াশোনার জন্যে নিউ ইয়র্কে থাকি।আমার অ্যাপার্টমেন্টে এক ভূতের বাস ছিল। মাঝে মধ্যেই রাতে ঘরে কারও হাঁটাচলার শব্দ পেতাম। মাঝে মধ্যে হঠাত্ করেই বাথরুমে শাওয়ার চালু হয়ে যেত।
এমনই আরও নানা ঘটনা ঘটতেই থাকত। ’ এখানেই শেষ নয়, ভূতের সঙ্গে সহবাসের অভিজ্ঞতা।
Alaya F আরও বলেন, ‘সেদিন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। অ্যাপার্টমেন্টে আমি একাই ছিলাম। হঠাত্ দেখি কে যেন দ্রুত আমার পাশ থেকে সরে গেল।মনে হল যেন কেউ আমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে ওই অ্যাপার্টমেন্টে থাকার আর কোনও ইচ্ছাই ছিল না।’ মায়ের মতো আলায়াও পা রেখেছেন বলিউডে।
২০২০ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি Jawaani Jaaneman। তাঁর মা ও বাবার ভূমিকায় দেখা গিয়েছে তাবু (Tabu) এবং সইফ আলি খানকে (Saif Ali Khan)। এই ছবির জন্যে ফিল্মফেয়ার সেরা নবাগতার পুরস্কারও পেয়েছেন আলায়া।
চলতি বছরের শুরুতে তাঁকে দেখা গিয়েছে একটি মিউজিক ভিডিয়োতে– Aaj Sajeya। নিউ এজ নববধূর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে, যে বিয়ের পিঁড়েতে বসে লেদার জ্যাকেট ও স্নিকার্স পরে। এই ভিডিয়োটি পরিচালনা করেছিলেন পুনিত মলহোত্রা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।