![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/0f09fcaa-75a8-4964-ad0f-7573d458a2c1_wl.jpg)
আলোচিত মুনিয়া হত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর কোন বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা। তার জামিনের বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (১৫ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ রায় দেন।
আদালতে পিয়াসার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। পরে আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোন বাধা রইলো না।
তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, সেটিতেও তিনি জামিনে রয়েছেন। এর আগে ২০২১ সালের ৬ সেপ্টেস্বর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে মামলাটি হয়। মামলার অন্য আসামিরা হলেন, আনভীরের মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।