দেশের গুণী চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ। আর এই সিনেমার জন্য চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের প্রেম গড়িয়েছে সংসারে।
সবকিছু ঠিক থাকলে ‘গুণিন’ সিনেমা মার্চ মাসে মুক্তি পেতে যাচ্ছে দেশের সিনেমা হলে। তার আগেই গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন শরিফুল রাজ। সিনেমার নাম ‘কাজলরেখা’।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে ‘কাজলরেখা’ ২০১৯-২০২০ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান। এ প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, রাজের প্রতি আস্থার জায়গা থেকে তাকে চুক্তিবদ্ধ করেছি।
এই মুহূর্তে আর কোনো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করতে চাই না। সবকিছু ঠিক থাকলে আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেব।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।