মালদ্বীপে ছুটি কাটাতে দেখা গেল অভিনেত্রী সানি লিওনকে। সোমবার (৩১ জানুয়ারি) মালদ্বীপ থেকেই প্রজাপতি শেপের প্রিন্টেড বিকিনিতে নিজের ছবি শেয়ার করেছেন সানি। আর সেই ছবি যেন সপ্তাহের প্রথম দিনের উত্তাপ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। মালদ্বীপে জেট স্কিইং করতে ব্যস্ত অভিনেত্রী। তারই একঝলক তিনি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে সানিকে দেখা গিয়েছে হল্টার-নেক এই বিকিনি টপেই। ফুল-প্রজাপতি আঁকা টপের সঙ্গে হাই ওয়েস্ট বিকিনি পরেছেন সানি। অর্ধেক চুলে ক্লাচ লাগিয়ে করেছেন হেয়ারস্টাইল। সেই সঙ্গে চোখে আছে কালো সানগ্লাস আর গোলাপি লিপস্টিক। এই ছিল সানির মেকআপ।
মালদ্বীপের নীল জলের সঙ্গে সানির এই মেকআপ আর বিকিনি যেন মিলেমিশে একাকার। ছবি দেখেই বোঝা যাচ্ছে সেখানে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।
সমুদ্রের সাদা বালি আর মনোরম আবহাওয়ার সঙ্গে মালদ্বীপে নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও কিন্তু সুযোগ রয়েছে। একান্তে নিজের সঙ্গে সমুদ্রে সময় কাটানো ছাড়াও অনেকে কিন্তু অংশ নেন সেই সব খেলায়। সানিও তার ব্যতিক্রম নন।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।