বিনোদন প্রতিবেদক: আল সামাদ (রুবেল) সাংবাদিক ও গায়িকা মাহমুদা মৌমিতা সম্প্রতি দুটি কভার গান প্রকাশ করেছেন। ‘ভালো আছি ভালো থেকো’ ও ‘মায়ারে’ গানগুলো শ্রোতাদের কাছে বেশ ভালো সাড়া পেয়েছে।
দুটি গানের মধ্যে, ‘ভালো আছি ভালো থেকো’ গত ১৩ অক্টোবর এবং ‘মায়ারে’ গত ৫ নভেম্বর মৌমিতার ইউটিউব চ্যানেল গান মিতাতে প্রকাশিত হয়েছে। ‘ভালো আছি ভালো থেকো’ গানটির মূল গীতিকার ও সুরকার বিশিষ্ট কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। গানটির মিউজিক ভিডিও করেছেন শেখ সৈকত এবং গানটির মিউজিক ভিডিও করেছেন শাত-এল কবির।
আর ‘মায়ারে’ লিখেছেন মাসুদ পথিক। গানটির মূল সুরকার ইমন চৌধুরী। গানটি নতুন করে সাজিয়েছেন এ আর সারোয়ার। কভার গানের জন্য ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন গায়িকা মৌমিতা। কভার গান সম্পর্কে মৌমিতা বলেন, “আমার সাম্প্রতিক কভার গানগুলোর জন্য আমি ইতিবাচক সাড়া পাচ্ছি।
‘ভালো আছি ভালো থেকো’ সারা বিশ্বের সকল বাংলাভাষী মানুষের কাছে অন্যতম জনপ্রিয় গান। গানটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তবে আমরা ট্র্যাকের ৬০ এর দশকের স্বাদ রাখার চেষ্টা করেছি। ‘মায়ারে’ গানটি মাসুদ পথিকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়া: হারানো মা’ থেকে নেওয়া হয়েছে। আমি আমার হৃদয় থেকে গানটি রেন্ডার করেছি,” তিনি যোগ করেছেন। সংগীতশিল্পী শেখ সৈকত বলেন, ‘ভালো আছি ভালো থেকো’ গানটিতে মৌমিতা তার কণ্ঠ দিয়েছেন চমৎকারভাবে।
মৌমিতার সুরেলা কণ্ঠে আমি খুশি। সে আমার প্রত্যাশার বাইরে পারফর্ম করেছে।” মাহমুদা মৌমিতা ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ সংবাদদাতা ও সংবাদ উপস্থাপক। ছোটবেলা থেকেই গানের প্রতি তার দারুণ আগ্রহ। প্রাথমিকভাবে, তিনি তার স্কুল শিক্ষকদের কাছ থেকে গান শিখেছিলেন। পরে তিনি ছায়ানট সাংস্কৃতিক কেন্দ্রে ভর্তি হন যখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
তিনি প্রায় ১১ বছর ছায়ানটের কাছে ঠাকুর ও শাস্ত্রীয় গান শিখেছিলেন। এরপর, তিনি ছায়ানটের সহযোগী শিক্ষক হিসেবে যোগ দেন এবং সেখানে প্রায় দুই বছর কাজ করেন। মৌমিতা, একজন নাট্যকর্মী, অনেক স্টেজ শোতে অংশ নিয়েছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।