অন্য অনেক শীর্ষ তারকার মতোই প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
তার প্রযোজনায় এবার আসছে ওয়েব ফিল্ম। নাম ‘এইডা কপাল!’ যা আগামীকাল (২৫ জুন) উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ-এ। মাহির প্রযোজনায় ‘এইডা কপাল!’ পরিচালনা করেছেন রায়হান রাফি।
জানা যায়, এতে একটি রাতের গল্প তুলে ধরা হচ্ছে। ওয়েব ফিল্ম প্রসঙ্গে মাহি বলেন, ‘এটি এক রাতের গল্প। এক রাতেই এর দৃশ্যধারণ হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে চলচ্চিত্রটির কাহিনি।’
তিনি জানান, শুটিংয়ে হয়েছিল বিপত্তিও। এক রাতের গল্পের যখন পরিকল্পনা করা হয় তখন তুমুল বৃষ্টি। শুটিং শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টি গায়েব। পরে নতুন করে সাজাতে হয়েছে স্ক্রিপ্ট।
মাহি জানান, হঠাৎ করেই তার প্রযোজনায় নামা। এ জন্য কোনও প্রতিষ্ঠান প্রস্তুতও করা হয়নি।
এমনকি আলাদা নামও নেই। নতুন ছবিতে মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমা প্রমুখ।
রয়েছে একটি মৌলিক গান। বানিয়েছেন নাভেদ পারভেজ।
গানটির র্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন সিএফডি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।