মা হয়েছেন মাস দুয়েক আগেই। এরই মধ্যে ওজন কমিয়ে আবারও আগের শেপে নুসরাত জাহান। স্পোর্টস ব্রা আর জিম প্যান্টে ছবি পোস্ট করতেই মিলল নতুন আখ্যা।

নুসরাত অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর নতুন নাম দিলেন ফিটনেস কুইন। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। তাতে স্পষ্ট বেলি-ফ্যাট কার্যত উধাও তার। অথচ অভিনেত্রী এর আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি জিমে একেবারেই যাচ্ছেন না।

ডায়েটও যে মেনে চলছেন এমনটা নয়। প্রশ্ন উঠছে নুসরাতের এই ওজন কমানোর রহস্যের চাবিকাঠি তবে কি নিয়মমেনে হাঁটা? প্রসঙ্গত, মাতৃত্ব পরবর্তী ওজন বৃদ্ধির কারণে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এর আগে।

শুভশ্রী অবশ্য জানিয়েছিলেন, সেই সব ট্রোলে তিনি খুব একটা চিন্তিত নন। অন্যদিকে, নুসরতের ক্ষেত্রে ওজন ব্রিধি নিয়ে ট্রোলিংয়ের সম্মুখীন হতে না হলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় নেটিজেনদের একটা বড় অংশ।