এমন প্রশ্নে জেরবার মডেল মিম। বেশ কিছুদিন হলো অভিনেতা সিদ্দিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। সন্তানকে নিয়ে ঢাকায় একাই থাকছেন। অন্তত শোবিজ এমনটাই জানে মারিয়া মিমের সম্পর্কে।

এরইমধ্যে মা হতে যাচ্ছেন এমন প্রশ্ন আসলো কিভাবে? সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি বেবি বাম্প ছবি পোস্ট করেছেন এই মডেল। এরপরে প্রশ্ন শুরু হয়ে যায়। মারিয়া মিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেশকিছুক্ষণ শব্দ করেই হাসলেন। বললেন, ‘আমার মা স্পেনে থাকেন।

ফেসবুকে আমার ছবিটা দেখে তিনিও ফোন করে জানতে চাইছেন আমি কি মা হতে যাচ্ছি নাকি, কিভাবে প্রেগন্যান্ট হলাম জানতে চাইছেন। মায়ের সঙ্গে রহস্য করতেই তিনিও রেগে গেলেন। বিস্তারিত জানতে চাইলেন। আসলে বেশ মজার ঘটনা। এ জন্যই হাসি পাচ্ছে।’

মিম বলেন, ‘এটা একটা এলপিজি গ্যাসের বিজ্ঞাপনের স্থিরচিত্র। নির্মাণ আতাহার আবরার। আজকে এটার কাজ করলাম আশুলিয়ার প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন্ড ও শুটিং স্পট নামের একটি হাউজে। এখন ফিরছি। ছবিটা মজা করে ফেসবুকে ছেড়েছি।

এরপরে বন্ধু-বান্ধবসহ শত শত মানুষের মেসেজ ফোন কল পেয়েছি। মাও ফোন দিয়ে রাগ দেখালেন। না আমার বিয়ে করার ইচ্ছে নেই মা হবারও ইচ্ছে নেই। আমি একাই থাকতে চাই। আমি একা জীবনটাই উপভোগ করছি।

বিজ্ঞাপনের গল্পের কারণে এমন লুক নিতে হয়েছে আমাকে।’ ২০১২ সালের ২৪ মে মারিয়া মিম ও সিদ্দিকের বিয়ে সম্পন্ন হয়। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান। মিম বলেন, ‘এখন আমার একমাত্র চিন্তা মডেলিং ও অভিনয় ক্যারিয়ার নিয়ে।

আমি বেশ কয়েকবছর দেশে থাকবো। এই সময়টাতেই বেশকিছু কাজ করার ইচ্ছে রয়েছে। সিনেমার পাশপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছে আছে। শিগগির আমার গুলশানের চামেলি ছবির কাজ শুরু হবে।’