মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে আলোচনার শীর্ষে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।কথিত সহবাস সঙ্গী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশ দাসগুপ্তের সঙ্গে প্রেমের গুজন সব কিছু মিলিয়ে বারবার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম।

তবে সব থেকে বেশি হৈ চৈ হয় নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে।এই নিইয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবু মুখে কুলুপ এটে বসে ছিলেন অভিনেত্রী।  অবশেষে প্রকাশ্যে এল তার ছেলের বাবার নাম।

কলকাতা পুরসভার সার্টিফিকেটে লেখা রয়েছে নুসরাতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। একটু স্মৃতিতে জোর দিলেই নামটি শোনা লাগবে, মাস কয়েক আগেই ভোটের হলফনামা জমা দেওয়ার সময় যশ উল্লেখ করেছিলেন তার প্রকৃত নাম, দেবাশিস দাশগুপ্ত। পুরসভার রেকর্ড অনুযায়ী, নুসরাত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত।

কলকাতা পুরসভার রেকর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে নুসরাতের সন্তানের বাবা, যশ দাশগুপ্তই। উল্লেখ্য গত সপ্তাহেই কলকাতা পুরসভায় হাজির হয়েছিলেন ‘যশরত’। সেইসময়ই মনে করা হয়েছিল ঈশানের জন্মের শংসাপত্র সংক্রান্ত জট কাটাতেই পুরসভায় হাজির হয়েছেন নুসরাত ও যশ। সেইসময় অবশ্য এই বিষয় নিয়ে মুখ খোলেননি দুজনেই, জানিয়েছিলেন করোনা টিকা নিতে পুরসভায় এসেছেন তারা।

গর্ভবতী নুসরাতকে সারাক্ষণ আগলে রেখেছিলেন সঙ্গী যশ দাশগুপ্ত, সেই ছবিটা সকলেই দেখেছে। সন্তানের জন্মের সময় সারাক্ষণ নুসরাতের পাশে ছিলেন সঙ্গী যশ। যশের সঙ্গে মিলিয়েই নুসরাত ছেলের নাম রেখেছেন ঈশান।

সম্প্রতি এক প্রমোশ্যানাল ইভেন্টে হাজির হয়ে সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠতেই সপাটে নায়িকার জবাব ছিল, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’।

অন্যদিকে কয়েকদিন আগেই ‘চিনে বাদাম’-এর শুটিং সেটে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যশ জানিয়েছেন খুদেকে কী নামে ডাকছেন তিনি। অভিনেতার কথায়, আমি ঈশান নামেই ডাকছি। এই নামটা আমি আর নুসরাত মিলে একসঙ্গে ঠিক করেছি। তবে ওর একটা ডাকনামও দেওয়া হয়েছে- অংশ’।