কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে সামাজিকমাধ্যমে আক্রান্ত হওয়ার খবর দেন টলিউডের এই তারকা দম্পতি। এদিন রাজ টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। আর শুভশ্রী ইনস্টাগ্রামে আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন।

শুভশ্রী লেখেন, আমি ও রাজ করোনা আক্রান্ত। আপাতত নিজেরা নিভৃতাবাসে রয়েছি। গত ৭২ ঘণ্টায় যারা আমাদের সংস্পর্শে এসেছেন, দয়া করে করোনা পরীক্ষা করান। সবাই নিরাপদে থাকুন।

সবসময় মাস্ক পরুন। তিনি আরও লেখেন, আমরা ঠিক আছি। আশা করছি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে দ্রুত বিপদ মুক্ত হব। রাজ চক্রবর্তী লেখেন, শুভশ্রী এবং আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। আপনারা নিরাপদে থাকুন। মাস্ক পরুন এবং করোনা বিধি মেনে চলুন।