দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন অনেক সম্মাননা। তবু বয়স যেন থেমে আছে জয়া আহসানে। কেননা ক্যারিয়ারের এত বছর পরেও এখনো তরুণী জয়া।

 

সোশ্যাল মিডিয়ার প্রতিটি ছবি সেই প্রমাণ দেয়। সব রকম চরিত্রে যেম্পন নিজেকে মানিয়ে তোলেন তিনি, তেমনি সব ধরণের পোশাকেও তিনি যেন মানানসই।

শুক্রবার (২৮ মে) রাতে তার শেয়ার করা ছবি সেই প্রমাণ দিলো।

লাল রঙের পোশাকে লাস্যময়ী অবতারে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। প্রিয় অভিনেত্রীর এমন ছবিতে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সঙ্গে কমেন্ট বক্সেও তার রূপের যাদুতে যে মশগুল ভক্তরা সেটা কমেন্ট দেখেই বুঝা যায়।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে অন্য সব কিছুর মতোই কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। করোনার কারণে গত বছর বৈশাখ এবং ঈদে বেচা বিক্রি হয়নি বললেই চলে। যার কারণে উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবাই কঠিন সময় পার করেছে। এবারের পরিস্থিতি এখনো আশাবাদী হওয়ার মতো নয়। এমন অবস্থায় এই শিল্প খাতের সুহৃদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান।

দেশীয় সুনামধন্য ফ্যাশন হাউস বিশ্বরঙের আহ্বানে সাড়া দিয়ে তিনি ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় দিয়েছেন। যেখানে তিনি এই শিল্প খাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সবাইকে সমব্যথী হওয়ার অনুরোধ জানিয়েছেন।