

শাকিরার প্রাক্তন প্রেমিক জেরার্ড পিকে। তাদের মধ্যে বিচ্ছেদ হলেও পিকের বার্সেলোনার বাড়ি ছাড়েননি শাকিরা। স্থানীয় সংবাদমাধ্যকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর ক্ষোভ তাদের ওপর ঝাড়ছেন শাকিরা।
বিভিন্ন সময় তিনি উদ্ভট সব কর্মকাণ্ড করেন। কখনও কালো ম্যানিকিন (ব্যাঙ্গাত্মক পুতুল) বসানো, কখনও উচ্চ শব্দে গান ছেড়ে রাখেন শাকিরা। আবার কখনও বন্ধু-বান্ধবদের বাসায় এনে পার্টিতে মেতে থাকেন।
তার অত্যাচারে অতিষ্ট সবাই। বাধ্য হয়ে আমাদেরই বাসা ছাড়তে হচ্ছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার ফুটবল বিশ্বকাপে শাকিরা ও পিকের পরিচয়, সেটা পরিণয়ে রূপ নিতে দেরি লাগেনি।
এরপর থেকে তারা একসেঙ্গ থাকতে শুরু করেন। এই তারকা জুটির সম্পর্কের অবসান ঘটে গত বছর।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।