![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/20220217_145944.jpg)
নির্মিত হয়েছে শ্রবণীর নতুন একটি গান। আর গানটির নাম ‘তারে আমি ভালোবাসি’। গানটি অসাধারণ একটি মিষ্টি প্রেমের গান। গানটির দারুন লিখেছেন সিয়াম সরকার জান এবং গানটির সুর ও সংগীত করেছেন বাংলাদেশের জনপ্রিয় জিঙ্গেল কিং রিপন খান। গানটি খুব সুন্দর। গানটির মিউজিক ভিডিও তে শ্রাবণী নিজেই অভিনয় করেছেন। গানটির সুন্দর ভিডিও ডিরেকশন
দিয়েছেন রাজন রম। গানটি রিলিজ হয়েছে EQ music Station এর ইউটিউব চ্যানেলে।
এই গানটির লিরিক যখন শুনেছিলাম তখনই আমার কাছে ভীষণ ভাল লেগেছিল সেই সাথে অসাধারণ সুর আমার মন ছুঁয়ে গেছে আমি চেষ্টা করেছি আমার মত করে গাইবার এবং আশা করি অডিয়েন্সের খুব ভালোভাসা লাগবে। অলরেডি সবাই গানটি ভিষণ পছন্দ করছেন। আমাকে শুভকামনা জানাচ্ছে এই গানটার জন্য। এটা ভীষণ ভালো লাগছে। সামনে আসছে আমার আরো বেশ কিছু নতুন গান। আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।