বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি অনেকেই। নেটমাধ্যম ভেসে গিয়েছে তরুণ অভিনেতার অনুরাগীদের শোকবার্তায়।
এর আগে খবর পাওয়া গিয়েছিল অভিনেতার মৃত্যুর খবর শুনে কোমায় চলে গেছেন তার এক অনুরাগী। এবার জানা গেল, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিদ্ধার্থের সহশিল্পী ও প্রাক্তন বিগবস প্রতিযোগী জেসলিন মাথারু।
সিদ্ধার্থের মৃত্যুর পর তার মা ও শেহনাজের সঙ্গে দেখা করে আসার পরই অসুস্থ হয়ে পড়েন জেসলিন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন জেসলিন। তাতে তিনি বলেন, সিদ্ধার্থের মৃত্যুর খবর জানার পর তার মা ও শেহনাজের সঙ্গে দেখা করতে যাই। সেখান থেকে বাসায় ফেরার পর জ্বর আসে। শরীরে তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, হাসপাতালে ভর্তি হতে হয়। এখনো চিকিৎসা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।