আগামী ৭ জানুয়ারি পর্দা মাতাতে আসছে তারকাবহুল ও বহুল প্রতিক্ষীত সিনেমা ‘শান’। শুটিং শুরুর সময় থেকেই আলোচনার তুঙ্গে ছিলো সিনেমাটি, এরপর ছবির ফার্স্ট লুক পোস্টার এবং টিজারে সেই আগ্রহের পারদ ক্রমান্বয়ে বাড়তে থাকে।
প্রচারণার অংশ হিসেবে রাতে প্রকাশ পেয়েছে একটি গানের টিজার, শিরোনাম ‘চলো পাখি হই’।
দেড় মিনিটের টিজারে নানা সাজে দেখা গেছে জনপ্রিয় এই জুটিকে। পূজাকে দেখা গেছে চারটি শাড়ি, গোলাপি ও সাদা রংয়ের পোশাকে।
গানটির মন্তব্যের ঘরে অধিকাংশই প্রসংশা করেছেন। একজন দর্শক আবার পূজার পোশাকের প্রসংশা করেছেন। লিখেছেন, প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর লাগছে পূজাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।