![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/Web_Photo_Editor-19-1.jpg)
সম্প্রতি অনকাট সেন্সর ছাত্রপত্র পেয়েছে বহু আলোচিত সিনেমা ‘এ দেশ তোমার আমার’। চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক পরিচালিত চলচ্চিত্রে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা হক।
মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় নির্মিত ‘এ দেশ তোমার আমার সিনেমাটি নানান জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর মুক্তি পায়নি।
তবে দর্শকদের জন্য খুশির খবর হচ্ছে অবশেষে চলতি মাসের ৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। এতে জায়েদ খান ও রুমান ছাড়াও আরও অভিনয় কিংবদন্তি অভিনেতা সোহেল রানা, ডিপজল, প্রয়াত দিতি ও মিজু আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।