৭৪তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ছবিটি আগামী ১২ নভেম্বর দেশের দর্শকরা দেখতে পাবে।

মুক্তির দিন এক সঙ্গে ১২টি সিনেমা হলে মুক্তি পাবে। ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, আমরা এখন পর্যন্ত ১২টি হল নিশ্চিত করতে পেরেছি। খুব শিগগিরই হল তালিকা আমরা আমাদের ফেসবুক পেইজে প্রকাশ করবো।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।