বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায় খবরের শিরোনাম হন এই প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। বর্তমানে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিনে রয়েছেন। সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিনের এ আদেশ দেন। এদিকে জামিনে থাকা সুবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব।

তবে মঙ্গলবার (১৫ মার্চ) বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিও বার্তায় সুবাহ বলেন, ও এখন পাগলা কুকুর হয়ে গেছে। আমাকে নিয়ে যত বেশি মিথ্যা প্রচার করা হবে তত বেশি ভাইরাল হব। আমার ৪টা বাচ্চাও আছে তাতে কার বাবার কি! আর যতই নাটক করো আর যতই কাহিনীর রটাও দেনমোহ না দেয়ার ভয়ে, কোন লাভ নাই আমি মামলা তুলবো না হাহাহাহাহাহা।

উল্লেখ, গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। বিয়ের এক মাস না পার হতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন নায়িকা। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন।