অথৈ মডেল ও উপস্থাপিকা হিসেবে মিডিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন তাহমিনা অথৈ। তবে পরবর্তীতে বিস্তৃত হয় তার কাজের পরিধি। নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর সিনেমাতেও অভিনয়ের সুযোগ পান। প্রয়াত গুণী নির্মাতা সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘কালবেলা’ নামের একটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আলোচনায় জায়গা করে নেন তিনি। সম্প্রতি ছবিটির সেন্সর সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন অথৈ।
এ প্রসঙ্গে তিনি বলেন, পরম শ্রদ্ধাভরে টুটুল ভাইকে মনে করছি। তার হাত ধরেই সিনেমায় আমার যাত্রা শুরু। তিনি অনেক অভিজ্ঞ এবং গুণী একজন পরিচালক ছিলেন। অভিনয়ের টুকিটাকি অনেক কিছু শিখেছি তার কাছ থেকেই। টুটুল ভাই চলে যাবার পর তার সহধর্মিণীর তত্ত্বাবধানে সিনেমাটি শেষ হয়।
বেশ ভালোভাবে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে। এদিকে মানিক মানবিকের পরিচালনায় শিশুতোষ সিনেমা ‘ছেলেটি অদ্ভুত’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটির শুটিংও শেষ হয়েছে। গত ঈদে এই অভিনেত্রীকে নাটকে দেখা গেছে। বর্তমানে কয়েকটি টিভি চ্যানেলে নিয়মিত অভিনয় করছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।