অ্যাকশন, থ্রিলার ও টানটান উত্তেজনায় দশর্ক মাতিয়েছে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর প্রথম ও দ্বিতীয় সিজন। মনোজ বাজপেয়ির দুর্দান্ত অভিনয়, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদ সামলানোর সাথে সাথে পিতা ও স্বামীর কর্তব্যপালনের টানাপোড়েনের কাহিনীতে মেতে থাকা দর্শকদের তর সইছিলো না তৃতীয় সিজনের জন্য।
এবার শেষ হয়ে এলো সেই অপেক্ষার পালা। দর্শকদের অপেক্ষা ও উত্তেজনার দিন শেষ হবার ইঙ্গিত দিলেন নির্মাতারা। সব ঠিক থাকলে এ বছরের শেষেই শ্যুটিং শুরু হবে ‘দ্য ফ্যামিলি ম্যান-৩’র। এই সিরিজের দ্বিতীয় সিজনে চূড়ান্ত পর্বের শেষে ছিল তৃতীয় সিজনের ঝলক।
তা থেকেই ইঙ্গিত মিলেছিল- করোনা মহামারীর প্রেক্ষাপটে চীন ও উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা ঘিরে এগোবে তৃতীয় পর্বের কাহিনী। সম্ভবত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অলিগলি থাকবে সেই গল্পের কাহিনীতে। একের পর এক চমক থাকছে সন্ত্রাসবাদ বিরোধী এই সিরিজটিতে।
দ্বিতীয় সিজনে জঙ্গি নেত্রীর ভূমিকায় নজর কেড়েছিলেন আলোচিত দক্ষিণী তারকা সামান্থা। আগামী সিজনে কী চমক থাকবে সেটা সময়ই বলে দিবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।