আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতিক্ষীত বাংলাদেশ চলচচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন। নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক সমিতিসহ সংশ্লিষ্ট মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সমিতির সদস্য এস এ হক অলিক। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ তথ্য জানান।

অলিক লিখেছেন, ধন্যবাদ কাঞ্চন-নিপুন পরিষদকে। অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সবার অংশগ্রহণে উৎসবমুখর হচ্ছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশে বিএফডিসি কর্তৃপক্ষ সব সংগঠনের সদস্যদের প্রবেশাধিকার নিশ্চিত করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

তিনি আরও লিখেছেন, এটা সম্ভব হয়েছে উপস্থিত পরিচালক, প্রযোজকদের প্রতিবাদ এবং কাঞ্চন-নিপুন পরিষদের আন্তরিক চেষ্টায়। অভিনয় শিল্পীদের নির্বাচনে পরিচালক, প্রযোজকরা বিএফডিসিতে প্রবেশ করতে পারবে না এটা খুবই অসম্মানের। চলচ্চিত্রে এরকম নেতৃত্বইতো প্রয়োজন।