অভিনেত্রী নিকিতা দত্তের সঙ্গে প্রেম করছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন নটিয়াল। দীর্ঘদিন ধরেই তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে বহুবার পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হয়েছেন জুবিন ও নিকিতা। তবে কখনও এ যুগল তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, খুব শীগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই প্রেমিক যুগল।

‘কবীর সিং’ সিনেমার সেটেই প্রথম দেখা হয়েছিল জুবিন-নিকিতার। এরপরই তাদের মধ্যে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি। তবে প্রায়ই নেটদুনিয়ায় তাদের যুগল ছবি ভাইরাল হতে দেখা গেছে।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জুবিনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন নিকিতা। একসঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তারা। সেই পোস্টে নিকিতা লিখেছিলেন, ‘আমি আমার আত্মার কিছু অংশ পাহাড়ে রেখে এসেছি’। সেখানেই জুবিন মন্তব্য করেছিলেন, ‘তুমি হৃদয়ও ভুল করে রেখে এসেছ, বুঝতেই পারোনি!’ প্রেমের কথা স্বীকার না করলেও একে-অপরের পোস্টে কমেন্ট করে সম্পর্কের জল্পনা বাড়িয়ে চলেছেন।

 

 

কলমকথা/ বিথী