দেশে হঠাৎ করেই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে দুইবার ঘোষণা দিয়েও পরিচালক অনন্য মামুন ‘অমানুষ’ ছবিটি মুক্তি দিতে পারেননি। তবে এবার সিদ্ধান্ত নিয়েছেন ৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেবেন। এর মধ্যে হল মালিকদের সঙ্গে কথাও বলেছেন।
বেশ কয়েকটি হল চূড়ান্তও করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা। এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, একটি ছবি হলে মুক্তির পরই পূর্ণতা পায়। ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত পরিচালক দায়মুক্ত হতে পারে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব। ‘অমানুষ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নিরব ও মিথিলা। বাংলাদেশে এটি মিথিল প্রথম সিনেমা।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।