নিজের নতুন সিনেমা ‘সত্যমে জয়তে ২’ সিনেমার প্রচারণা অমিতাভের উপস্থাপনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৩’র ‘শানদার শুক্রবার’ এর পর্বে এসেছিলেন জন আব্রাহাম ও অভিনেত্রী দিব্যা খোসলা কুমার।
সেখানে আচমকা আবেগপ্রবণ হয়ে পড়েন এই জনপ্রিয় অভিনেতা। এপিসোডের একটি প্রমো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করা হয়েছে। ভিডিওতে জনকে উপস্থাপক অমিতাভ বচ্চনের সঙ্গে অনেক মজা করতে দেখা গেছে। এসময় অভিষেক বচ্চনের সঙ্গে ‘ধুম’ ছবির শুটিংয়ের দিনগুলোর কথাও স্মরণ করেন তিনি।
ফুটবলে অভিষেকের মতো তারও আগ্রহ রয়েছে, সেই নিয়েও বিগ বি-এর সঙ্গে সেটে খুনসুটিতে মেতে উঠেছিলেন জন। কিন্তু ভিডিওর শেষে দেখা গেছে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। শো’র মাঝেই কেঁদে ফেলেন তিনি।
টিস্যু পেপার দিয়ে চোখ মুছছেন। কিন্তু আচমকা কেন কেঁদে ফেললেন জন? তা নিয়ে প্রশ্ন জেগেছে দর্শক মহলের। আগামী ২৬ নভেম্বর সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে এই পর্ব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।