টেলিভিশন রিপোটার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কতৃক আয়োজিত স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০০২’ এর এবারের আয়োজনে অ্যাওয়ার্ড পেলেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সালমা সারওয়ার কবিতা। ১২ মার্চ রাজধানীর ঢাকা ক্লাবে অ্যাওয়ার্ড আসরটি অনুষ্ঠিত হয়।
এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম,পি। অনুষ্ঠানটিতে তিনি ফোক সম্রাজ্ঞী ও জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগমের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা পারভীন।
অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে সালমা সারওয়ার কবিতা বলেন, ‘ যে কোনো স্বীকৃতিই আনন্দ দেয়। ট্রাব থেকে একজন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেয়ায় আনন্দিত সম্মানিতবোধ করছি। এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাকে ভালোভাবে কাজের জন্য অনুপ্রেরনা জোগাবে। অ্যাওয়ার্ড কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
রাজধানীর মহাখালী ডিওএইচএসে ‘কবিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড স্কিন কেয়ার’ নামের প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী তিনি। গত কয়েক বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন কবিতা। একজন মেকআপ আর্টিস্ট হিসেবে এরইমধ্যে তিনি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।