প্রকাশিত হলো সংগীতশিল্পী আতিকা ইয়ামিনের প্রথম একক গান ‘এক পসলা বৃষ্টি’। গত ২২ ফেব্রুয়ারি এক সংগীত সন্ধ্যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গানটি মুক্তি পায়। আতিকার লেখা এ গানের সুর করেছেন সোহাগ চক্রবর্তী।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন পৃথ্বীজিত সাহা। ভিডিও সম্পাদনা করেছেন আফফান আজিজ প্রিতুল।
আতিকা ইয়ামিন জানান, গানটি অস্থায়ী মোহ এবং অপূর্ণ সম্পর্কের কথা বলে। ঠিক যেন এক ফোটা বৃষ্টি, যা তৃষ্ণা মেটাতে পারে না আর এই সম্পর্ক শিল্পীর মাঝে ভালবাসার চাহিদা যেন আরও বাড়ায়। এই কষ্টের অনুভূতি তার পথে বাঁধা হতে পারে না। সে সব বাঁধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়।
মৌলিক গান ছাড়াও আতিকা অনেক বিজ্ঞাপন, নাটক এবং সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।
খ্যাতিমান সংগীতশিল্পী মেহরীন মাহমুদ, ফুয়াদ নাসের বাবু, প্রখ্যাত বিতার্কিক ও টিভি ব্যক্তিত্ব আবদুর নূর তুষারসহ আরও অনেক বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।