অবশেষে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেলো নূরুল আল আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। ৭ নভেম্বর রোববার সেন্সর পায় ছবিটি। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
নূরুল আলম আতিক বলেন, আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।