বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অনেক দিন পর একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। একটি কোমল পানীয়র এই বিজ্ঞাপনটি এখন টিভিতে প্রচার হচ্ছে।
এতে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, নাটকের অভিনয়ের ব্যস্ততার কারণেই বিজ্ঞাপনে অভিনয় কম করি। তবে এ ধরনের কাজের প্রস্তাব সব সময়ই পাচ্ছি। আমি অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত বিজ্ঞাপনে অভিনয় করতাম। তবে বিজ্ঞাপনেও এখন নিয়মিত অভিনয় করার জন্য দর্শকের দিক থেকে চাপ রয়েছে। কিন্তু আমি নাটকের অভিনয়টাকেই বেশি গুরুত্ব দিয়ে চলতে চাই।
এদিকে এই অভিনেতা আগামী বাংলা নববর্ষ এবং ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।