দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। মুক্তিযুদ্ধভিত্তিক একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই চিত্রনায়ক। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমাটির নাম ‘ক্ষমা নেই’।
সিনেমাটি পরিচালনায় করছেন জেড এইচ মিন্টুর। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা। এ বিষয়ে ফেরদৌস বলেন, সিনেমাটির গল্প আমাকে স্পর্শ করেছে। আমার মনে হয় গল্পটি যে কারো ভালো লাগবে।
সব ঠিক থাকলে শিগগিরই এর শুটিং শুরু হবে। ২০২০-২১ অর্থ বছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে সিনেমাটি। পরিচালকের দায়িত্বের পাশাপাশি সিনেমাটির প্রযোজকও জেড এইচ মিন্টু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।