‘বোরকা পরা মেয়ে পাগল করেছে’— এই গানে ভক্তদের মন মাতিয়েছেন কণ্ঠশিল্পী শরীফ উদ্দিন। এক সময় গ্রাম-গঞ্জে, রাস্তার মোড়ের দোকানে শোনা যেত তার গান। কিন্তু দীর্ঘদিন ধরে সুরের ভুবন থেকে উধাও এই শিল্পী। বাজারে নেই নতুন গান।
দীর্ঘ বিরতীর পর আবারো শরীফ উদ্দিন ‘বোরকা পরা মেয়ে’ নিয়ে হাজির হয়েছেন। আজ ১২ ফেব্রুয়ারি গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এতে মডেল হয়েছেন অভি ও আসমা ঝিলিক।
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন শরীফ। শাকিব খান অভিনীত ‘তোমাকে বউ বানাবো’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন তিনি। সর্বশেষ শরীফের ‘বড় মায়া লাগাইছে’ গানটি প্রকাশিত হয়। এরপর আর কোনো নতুন গানে দেখা যায়নি তাকে।
ভক্তদের উদ্দেশ্যে শরীফ উদ্দিন বলেন, ‘শ্রোতাদের কাছে দোয়া চাচ্ছি। আমি যেন ভালো থাকতে পারি। আবার গানে ফিরতে পারি।’
রওনক রায়হানের কথায় গানটির মিউজিক করেছেন মান্নান মাহমুদ। রনির কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওর ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর-আরাফাত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।