বছরের শুরুতেই সম্পর্কের ইতি টানলেন বলিউডের টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি আমির আলি এবং সনজিদা শেখ। নয় বছর বিবাহিত জীবন কাটানোর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন তারা। বেশ কিছুদিন ধরেই দাম্পত্য সম্পর্কে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল এই জুটি। শোনা যাচ্ছিল আলাদা থাকছেন তারা।
যদিও এখনও প্রকাশ্যে তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি আমির এবং সনজিদা। তবে জানা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করবেন এই জুটি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম আয়রা আলি। বলিপাড়ার সূত্র বলছে, তাদের বিচ্ছেদ ইতোমধ্যেই হয়ে গিয়েছে।
হিন্দুস্থান টাইমসকে আমির ও সনজিদার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ৯ মাস হতে চলল তাদের ডিভোর্সের কাগজ এসে গিয়েছে। দুজনেই নিজের নিজের জীবন নিয়ে খুশি। যেহেতু দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে চান না তাই অফিসিয়ালি এখনও কিছু বলেননি। যদিও সূত্র আরও জানিয়েছে, আদালত তাদের একমাত্র কন্যা আয়রার দায়িত্ব আপাতত মাকেই দিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।