তরুণ কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন। নতুন বছর উপলক্ষে একটি মৌলিক গান নিয়ে আসছেন তিনি। ‘ডুবে আছি তোমাতে’ শিরোনামের গানটি রচনা করেছেন জসিম উদ্দিন। সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল। আনিসার সঙ্গে গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন রাহুল।

আনিসা বলেন, ‘অনেক দিন হলো নতুন গান প্রকাশ করা হচ্ছে না। বেশ কিছু গান প্রস্তুত করে রেখেছি। এর মধ্যে একদমই নতুন একটা গানের কাজ শেষ করলাম। এটি আমার চতুর্থ গান আর সৈকত ভাইয়ার সঙ্গে তৃতীয় কাজ। গানটির গীতিকার ও এসএমভি চ্যানেলের কর্ণধার জসিম ভাইয়ার প্রতি কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান লেখা এবং পৃষ্ঠপোষকতার জন্য।’

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। শ্রীমঙ্গলে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে মডেল হিসেবে দেখা যাবে আনিসা ও ফজলে রাব্বিকে। নির্মাণ করেছেন সৈকত রেজা। তা জানিয়ে আনিসা বলেন, ‘আমি গানের মানুষ, গান গাইতেই বেশি ভালোবাসি। প্রথম দিকে ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম। কিন্তু এখন কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। নিজের গানে ক্যামেরার সামনে দাঁড়াতে এখন ভালোই লাগে, বেশ উপভোগ করি।’

নতুন বছরের শুরুতে এসএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

এ ছাড়াও বেশ কিছু নতুন গান প্রস্তুত করছেন আনিসা। এর মধ্যে রবিউল ইসলাম জীবনের লেখা ও তন্ময় মাহবুবুলের সুর-সংগীতে একটি একক গানের কাজ শেষ করেছেন। শাহরিয়ার মার্সেলের সংগীতে দুটি একক গান করেছেন। রেজওয়ান শেখের সংগীতে আরো একটি একক গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি প্লে-ব্যাকও করেছেন আনিসা। খুব শিগগির মুক্তি পাবে এসব গান।