বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের পর মুম্বাই হাইকোর্ট বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল। তার মধ্যে একটি ছিল মাদক মামলায় জড়িত বাকিদের সঙ্গে দেখা করা যাবে না। আর তাই আরিয়ানের বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট আদালতে আবেদন জানাবেন আরিয়ান খানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে. আরবাজের বাবা আসলাম মার্চেন্ট সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ছেলের সবচেয়ে কাছে বন্ধু হলো আরিয়ান খান।
অনেকদিন আরিয়ানের সঙ্গে যোগাযোগ নেই। কেননা আদালতের বিধিনিষেধ রয়েছে। তাই আরিয়ানের সঙ্গে দেখা না করার বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য আদালতে আবেদনপত্র জমা করা হবে। প্রত্যেক সপ্তাহে এনসিবির দফতরে যেতে আমার ছেলের আপত্তি নেই।
কিন্তু সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে চায়।’ গত বছরের অক্টোবর ভারতের মুম্বাই থেকে গোয়াগামী মাসে প্রমোদতরীর মাদক পার্টি থেকে দুই বন্ধুকে গ্রেফতার করেছিল মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। মাদক সংগ্রহ এবং সেবনের অভিযোগে হাজতবাসও হয় তাদের। বেশ কিছু শর্ত রেখে জামিন দেওয়া হয় দুজনকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।