সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মাতাবেন দেশের একঝাঁক তারকা শিল্পী। এ তালিকায় রয়েছেন—নুসরাত ফারিয়া, দিলশাদ নাহার কনা, জিয়াউল রোশান, ইয়ামিন হক ববি প্রমুখ।
আগামী ৩ ডিসেম্বর শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২১। আর সেখানেই পারফর্ম করবেন তারা।
৩ ডিসেম্বর বিকাল ৪টায় শুরু হবে অনুষ্ঠানটি। বিষয়টি জানিয়ে এই তারকা বলেন, ‘‘অনুষ্ঠানটিতে অংশ নিতে খুব শিগগির দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। এরপর ঢাকায় ফিরেই ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে যোগ দেব।’’
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু হবে। দ্রুত টিকিট সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন তারকারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।