স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবি দিয়ে বলিউড সফর শুরু করে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এরপর আর ফিরে তাকাতে হয়নি আলিয়া ভাটকে।

একের পর এক শুধুই সুপারহিট। ক্যারিয়ারের ৮ বছরের মাথায় বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাধিকবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। ঝুলিতে আছে জাতীয় পুরস্কারও। সঞ্জয়লীলা বানশালী থেকে করণ জোহর—সবারই পছন্দের নাম আলিয়া। এই বছর তার মুক্তিপ্রতীক্ষিত ছবির বাজেট হাজার কোটি ছাড়িয়েছে।

 

প্রতিটি ছবিতে তিনি থাকছেন মুখ্য চরিত্রে। এক সাক্ষাৎকারে আলিয়ার বাবা পরিচালক-প্রযোজক মহেশ ভাট বলিউডে মেয়ের সাফল্য সম্পর্কে বলেন, আলিয়া সেই ছোট্ট মেয়েটা, যে ৫০০ টাকার জন্য বাবার পায়ে ক্রিম মাখত।

 

পরিচালক হিসেবে গত ৫০ বছরে আমি যা আয় করেছি, মাত্র কয়েক বছরে আলিয়া তার থেকে বেশি আয় করেছে। ২০১৯ সালে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াকে পেছনে ফেলে সর্বোচ্চ উপার্জনকারী তারকা হিসেবে ফোর্বসের শীর্ষ ১০০ তারকার তালিকায় জায়গা করে নেন আলিয়া। ২০২১ সালে বলিউডের কাঙ্ক্ষিত নায়িকাদের মধ্যে ছিলেন দ্বিতীয়।