আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ। আসিফের জীবন মানেই বিতর্ক, রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প। সেসব গল্প অনেক ফিকশনকেও হার মানায়। আসিফের উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব কিংবা মামলা মাথায় নিয়ে হাজতবাস–এই সবকিছু আসছে এক মলাটে।

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বায়োগ্রাফি ‘আকবর ফিফটি নটআউট’ আসছে। বইটি লিখছেন সোহেল অটল। সাহস পাবলিকেশন্স থেকে প্রকাশ হবে এটি। বৃহস্পতিবার (১০ মার্চ) এক অনুষ্ঠানের মাধ্যমে আসিফ, লেখক ও প্রকাশকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রায় বিশ ফরমায় প্রকাশ হবে বইটি। এর প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বইটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। এরপর বায়োগ্রাফিটির ইংরেজি সংস্করণ এবং অডিও সংস্করণ প্রকাশ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রকাশক নাজমুল হুদা রতন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, “আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সব বিষয় নিয়েই এই বায়োগ্রাফি ‘আকবর ফিফটি নটআউট’। নানান বিতর্কিত বিষয় এই বইয়ে সংযুক্ত থাকছে। লেখক সোহেল অটল প্রায় নয় মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রায় ২০০ মানুষের ইন্টারভিউ করেছেন। নানান জায়গায় গিয়েছেন। আশা করছি, এ বইয়ের মাধ্যমে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।”

বইটি প্রসঙ্গে লেখক সোহেল অটল বলেন, আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তার জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘আকবর ফিফটি নটআউট’ তাদের আগ্রহ মেটাতে পারবে বলে আশা করছি।

আসিফের বায়োগ্রাফি প্রকাশের কারণ জানালেন প্রকাশক। সাহস পাবলিকেশন্সের কর্ণধার নাজমুল হুদা রতন বলেন, কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবন সম্পর্কে সাধারণ মানুষের অদম্য কৌতূহল রয়েছে। কারণ, খুব একটা স্বাভাবিক জীবনপ্রবাহ তার নয়। সে কারণেই সাহস পাবলিকেশন্সও প্রচণ্ড আগ্রহের সঙ্গে ‘আকবর ফিফটি নটআউট’ বইটি প্রকাশ করতে এগিয়ে এসেছে।

 

 

কলমকথা/ বিথী