একই দিনে দুই বাংলায় দুই সিনেমায় অভিষেক হচ্ছে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার। এমন অভিষেকের ঘটনা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে ঘটেনি।
আজ শুক্রবার (১৭ জুন) বাংলাদেশে মুক্তি পাচ্ছে অনন্য মামুনের ‘অমানুষ’, ওপার বাংলায় সৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’। দুই সিনেমাতেই মিথিলা আছেন।
ঢাকা কিংবা কলকাতা-কোনো দেশের সিনেমারই প্রচারণায় নেই তিনি। ব্র্যাকের ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান মিথিলা। অফিসের কাজে তাই আছেন আফ্রিকার দেশ তানজানিয়ায়। সেখান থেকেই বললেন, ভীষণ মন খারাপ।
খুব করে চেয়েছিলাম এই সময়ে দেশে থাকতে, কিন্তু চাকরির কারণে পারলাম না। আমাকে এক ঝলক দেখা গেলে তা যদি দর্শকের ভালোলাগে তবে সেটাই আমার প্রাপ্তি।‘আয় খুকু আয়’ সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অভিনয় করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।
সবচেয়ে বড় কথা তার মতো একজন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটাও আসলে ভাগ্যের ব্যাপার।’ ঢাকার সিনেমা ‘অমানুষ’ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এ সিনেমার একটি আর্বান চরিত্রে অভিনয় করেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।