এক সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মুম্বাই সিনেমার তিন সুপার স্টার। প্রভাবশালী প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়ার এ সিনেমায় দেখা যাবে- শাহরুখ খান, সালমান খান ও হৃতিক রোশনকে।
যদিও প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আদিত্য চোপড়া সিনেমার পর্দায় একটি স্পাই ইউনিভার্স তৈরি করতে চাচ্ছেন। ইতোমধ্যে তার প্রযোজিত তিনটি সিনেমায় আলাদাভাবে স্পাই হয়েছেন শাহরুখ, সালমান ও হৃতিক।
শাহরুখের নতুন সিনেমা পাঠান। সেখানেই তাকে স্পাইয়ের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে সালমান খানকে টাইগার সিরিজের দুটি সিনেমায় ইতোপূর্বে স্পাই চরিত্রে দেখা গেছে। এছাড়া হৃতিক রোশনও একই আঙ্গিকের চরিত্র ফুটিয়ে তুলেছেন ব্যাং ব্যাং সিনেমায়।
জানা যায়, শাহরুখ, সালমান ও হৃতিক তিনজনের কাছেই নাকি চিত্রনাট্য পাঠানো হয়েছে। যেহেতু পরস্পরের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে, ধারণা করা হচ্ছে- সিনেমাটি হাতছাড়া করবেন না কেউই।
আগামী বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে তিন সুপার স্টারের এ সিনেমা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।