শুরু হয়েছে একুশে গ্রন্থমেলা। প্রতি বছরের মতো এবারও গ্রন্থমেলায় থাকছে তারকা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বেশ কিছু গ্রন্থ।
এরই মধ্যে লেখক হিসেবে অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা এবার লিখেছেন ‘আষাঢ়ে’। বাংলা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে বইটি। আবুল হায়াত বলেন, ‘প্রতি বছরের ধারাবাহিকতায় বইপ্রেমীদের জন্য এবারও নতুন বই নিয়ে এসেছি। কয়েক বছর ধরেই নিয়মিত আমার বই প্রকাশ হয়ে আসছে। ‘আষাঢ়ে’ একটির গল্পের বই। বইয়ে তিনটি গল্প থাকছে। শখ থেকে লেখালেখিটা এখন ভালোবাসাও হয়ে গেছে। অভিনয়ের ব্যস্ততার কারণে লেখালেখিতে সময় দিতে পারছি না। তার মধ্যে পাঠকদের কথা ভেবে নতুন বই নিয়ে আসা।পাঠক যদি আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করে পড়েন তবেই আমার লেখা সার্থক হবে।’
কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী তার বর্ণিল জীবনের গল্প মলাটবদ্ধ করেছেন। প্রথমবার একটি আত্মজীবনীমূলক বই লিখেছেন তিনি। ‘জীবনের গান’ নামে তার আত্মজীবনীতে সঙ্গীত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন ও চলমান সময় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান এই কিংবদন্তি। বইটি প্রকাশ করেছে প্রথমা।
এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘আমার জীবনটা বেশ ঘটনাবহুল। অনেক চড়াই-উতরাই পার করে এখানে এসেছি। আছে সুখ-দুঃখের হাজারও ঘটনা। সেগুলো আমার অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করার জন্যই বইটি লেখা। দীর্ঘ আড়াই বছর সময় নিয়ে বইটি লিখেছি। এই সময়ে অন্য কোনো কাজে সময় দেইনি।’
দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত উপন্যাস ও কাব্যগ্রন্থ লিখছেন। প্রতি বছর মেলায় তার লেখা বই প্রকাশ হয়। এবার তিনি প্রকাশ করেছেন একটি কাব্যগ্রন্থ। এটির নাম ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’। বইটি প্রকাশ করেছে কবিতা প্রকাশনী।
মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি লেখালেখি পছন্দ করেন। ২০১৭ সাল থেকে বইমেলায় নিয়মিত বই প্রকাশ করছেন। এবারের বইমেলায় ‘ঘুণমানুষ’নামে তার কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসে ব্যতিক্রমী একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান অভিনেত্রী। বইটি বাজারে এনেছে অনন্যা প্রকাশনী।
এ ছাড়া সংগীতশিল্পী জয় শাহরিয়ার চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক একটি বই লিখেছেন। ‘এবং বিশ্বজিৎ’ নামে বইটি প্র্রকাশ করেছে আজব প্রকাশনী। গীতিকার শহিদ মাহমুদ জঙ্গীর কবিতার সংকলন ‘একদিন ঘুম ভাঙা শহরে’ প্রকাশ হয়েছে। গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের কবিতার বই ‘হাওয়া দেখি বাতাস খাই’। গীতিকার ও উপস্থাপিকা অধরা জাহান লেখা কবিতার বই ‘নীল পেয়ালার বিষ’ প্রকাশ হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।