ভারতের মালায়লম ইন্ডাস্ট্রিজের মডেল ও অভিনেত্রী প্রজ্ঞা নাগরারে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে এ নিয়ে একরকম বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয় নেটিজেনদের মধ্যে। কারণ ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন নেটিজেনরা।
এতে আরও বলা হয়, ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপফেক এর শিকার হয়েছেন। এছাড়া অভিনেত্রী এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে অনেক নেটিজেনই দাবি করেছেন যে ফাঁস হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে প্রজ্ঞার!
প্রজ্ঞা নাগরা হরিয়ানার পাঞ্জাবি পরিবার থেকে আসেন। তামিল সিনেমা দ্বারা তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিলো। ২০২২ সালে ভারালারু মুককিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে, যেখানে তিনি একটি মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন।
যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল, তবে প্রজ্ঞা তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী সিনেমায়। পরবর্তীতে তিনি মালায়ালাম এবং তেলুগু সিনেমায়ও অভিনয় করেছেন।
২০২৩ সালে তিনি মালায়ালাম কমেডি ড্রামা নাদিকালিল সুন্দরী যমুনাতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বাণিজ্যিকভাবে সফল হলেও এর অনেক প্রতি সমালোচনাও ছিল। এটি একটি সামাজিক-রাজনৈতিক নাটক। যেখানে তিনি একজন কন্নড় মেয়ের ভূমিকায় অভিনয় করেন।
তাছাড়া, তেলুগু সিনেমায় তার অভিষেক হয় ‘লাগগাম’ ছবির মাধ্যমে। এখন, এটি দেখার বিষয় যে ভিডিওগুলি আসলেই প্রজ্ঞা নাগরার, নাকি অন্য কারও এবং অভিনেত্রী নিজে এই ঘটনার ওপর কী প্রতিক্রিয়া জানায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।