তানভিরুল আলম তোহাঃ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ জানুয়ারি।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ঠা জানুয়ারি রাজশাহী মাতাতে আসছেন দেশের জনপ্রিয় ব্যান্ড “শিরোনামহীন”।
জানা গেছে,রাজশাহী মহানগর ছাত্রলীগের আয়োজনে রাজশাহী কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় এই ব্যান্ড দল।
শিরোনামহীন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা।
উল্লেখ্য, এর আগে ২০১৬ তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ও প্রাণ-এর জনপ্রিয় পানীয় ‘ব্রেভার’-এর সৌজন্যে গান গেয়ে ক্যাম্পাস মাতিয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।