কণ্ঠশিল্পী হিসেবে ব্যস্ততার পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও বাপ্পা মজুমদার ব্যস্ত থাকেন। এসবের পাশাপাশি বাপ্পা মজুমদারের রয়েছে একটি ইউটিউব চ্যানেল।

‘বিএম’ নামের এই চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে পেন্টাগন ব্যান্ডের গায়ক আলী সুমনের গান ‘এ কোন দ্বিধায়’। মারুফ হাসানের কথায় গানটির সুর করেছেন বাপ্পা মজুমদার।

এ গান প্রসঙ্গে তিনি বলেন, আলি সুমন আসলেই চমৎকার একটি কাজ করেছেন। আমি অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাব আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অনন্য এই গানটি শোনার জন্য। শ্রোতাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।

এদিকে পর্যায়ক্রমে আরও কিছু গান প্রকাশ হবে এই চ্যানেলটিতে। অন্যদিকে বাপ্পা মজুমদার একাধিক নতুন গানের প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের সিনেমার সংগীত পরিচালনা করছেন।