আশরাফুল হোসেন আলম (হিরো আলম) যিনি প্রতিনিয়ত বিনোদন দেওয়ার জন্য মানুষের মাঝে নতুন কিছু নিয়ে আসেন। এমনকি প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা কাজের জন্য অপেক্ষা করেন প্রতিনিয়ত। ভাইরাল জগতের নতুন চমক দেয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নামে পরিচিত এই ব্যক্তি। ফেসবুকসহ বিভিন্ন মার্কেটপ্লেসে বিনোদন জমিয়ে রাখেন।
দর্শক শ্রোতাদের মন জয় করতে আবারও নতুন দুটি গান নিয়ে আসলেন এই মুহুর্তের জনপ্রিয় হিরো আলম। এই গানটি দুটির নাম হল “ওক্কে মামু” ও ” ওই কালো ছুড়িডা” গান দুটি সোশ্যাল প্ল্যাটফর্মে খুবই বেশি জনপ্রিয়তা পেয়েছে। সর্বোচ্চ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গান দুটিতে নিজের সুর পরিবেশন করছে হিরো আলম।
এছাড়া হিরো আলম বলেন, আমরা সব সময় আপনাদের জন্য নতুন কিছু ও ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার চেষ্টা করি ঠিক সেরকমই দুটি গান আমি আবারও আপনাদের মাঝে উপহার দিলাম। সবাই আমাকে বলেছিল হিরো আলমের মুখে ব্যতিক্রম গান শুনতে চাই, তাই আমি সবার অনুরোধের পেক্ষাপটে ” ওক্কে মামু” ও ” ওই কালো ছুড়িডা” দুটি গিয়েছি। গান দুটি দর্শক শ্রোতা পছন্দ করবে বলে আমি মনে করি। এর আগে আমি আপনাদেরকে আরও কিছু ব্যতিক্রম গান উপহার দিয়েছিলাম। ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে প্রতিনিয়ত ব্যতিক্রম কিছু গান নিয়ে হাজির হব। তাই সবাই আমাকে সাপোর্ট করবেন।
বর্তমান অনলাইন কাঁপানো এই হিরো আলমকে অধিকাংশ মানুষ আপন করে নিয়েছে। তাই অফিসিয়াল পেজে শুধু গান দিয়েই মানুষকে বিনোদন দেন নি,মানুষেকে সহযোগিতা করবে এমন আশ্বাস দিয়েছেন তিনি। তার ফেসবুক পেজের বর্তমান অনুসারী সংখ্যা ১৮ লক্ষের অধিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।