টালিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান স্বামী-সন্তান নিয়ে সুখে ঘর করছেন। তবে প্রাক্তন স্বামীকে নিয়ে আলোচনা তার পিছু ছাড়ছে না।

নিখিল জৈনের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন নায়িকা। এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, ‘ওরা (নিখিলের পরিবার) আমার বিয়ের জন্য কোনো টাকা খরচ করেনি। আমার হোটেলের বিল মেটায়নি। ওদের কিছু বলার নেই আমার।

আমি নিজে সত্য, আমাকে ভুলভাবে বাখ্যা করা হয়েছে, এখন আমি সেটা স্পষ্ট করেছি।’ কারও নাম প্রকাশ না করেই নুসরাত দাবি করেন, ‘নিজের পিঠ বাঁচানোর জন্য অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া সহজ। কিন্তু কাউকে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই।’

চুটিয়ে প্রেমের পর ২০১৯ সালের জুন মাসে তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন বিয়ে সেরেছিলেন নুসরাত-নিখিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই রূপকথার বিয়ে! অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের জল্পনার মাঝেই নুসরাত জানান, নিখিলের সঙ্গে তার বিয়ে আইনের চোখে অবৈধ, সুতরাং তাদের সম্পর্ককে একমাত্র ‘লিভ ইনের’ নাম দেওয়া যেতে পারে।